নানা আয়োজনে বুধবার উদযাপন করা হলো কাজী ফার্মস দিবাযত্ন কেন্দ্রের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। শিশুদের আনন্দমুখর পরিবেশনার সাথে ছিল কেক কাটা কর্মসূচি।
এ চিত্র কাজী ফার্মস দিবাযত্ন কেন্দ্রের। এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার আনন্দ উৎসবে সময় কাটায় শিশুরা। রাজধানীর ধানমন্ডিতে কাজী ফার্মসের প্রধান কার্যালয়ে দিবাযত্ন কেন্দ্র চালু করা হয় ২০১৫ সালে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ছিল কেক কাটা কর্মসূচিও।
কর্মীরা জানান, নিরাপদে সন্তান রাখতে পারায় কাজে মনোযোগ দিতে পারছেন তারা। সর্বোচ্চ নিরাপত্তা ও পারিবারিক পরিবেশে শিশুদের যত্ন নেয়া হয় কাজী ফার্মস দিবাযত্ন কেন্দ্রে। শিশুর বেড়ে ওঠায় প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে এই দিবাযত্ন কেন্দ্রে।
এসময় ম্যানেজার ও কো-অর্ডিনেটর, জানান, প্রতিষ্ঠার সাত বছরে দিবাযত্ন কেন্দ্রটি কর্মীদের কাছে নির্ভরযোগ্য হয়ে উঠেছে।