বিজ্ঞাপন
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

কাজাখস্তানে চলছে ‘দম’-এর দম পরীক্ষা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কোনো এক দুর্গম জায়গায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। ছবিতে তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ কয়েকজন বিদেশি। প্রথম তিন জনের নাম একসঙ্গে শুনলেই মনে আসে ’দম’ সিনেমার কথা। তাহলে কী ’দম’ সিনেমার কাজেই দুর্গম এলাকায় দম টিম?

এ নিয়ে নিশ্চত কিছু জানা জায়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি তার ইন্সটাগ্রাম ও ফেসবুকে ছবি–ক্যাপশনের মাধ্যমে তেমনটাই ধারনা দিয়েছেন। নির্মাতা তার ইন্সটাগ্রামফেসবুকে কিছু ছবি পোস্ট করে লিখেছেন ’দম’–এর দম পরীক্ষা। এ নিয়েই ঝড় উঠেছে নেটদুনিয়ায়। দর্শকরা মনে করছে ঠিকভাবেই চলছে সিনেমার কাজ।

ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে, হয়তো লোকেশন দেখতে গেছেন প্রযোজক–নির্মাতা–শল্পী। জায়গা দেখে অনুমেয় কতটা রোমহর্ষক হতে পারে ’দম’ সিনেমার দৃশ্যধারণ! কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে আফরান নিশোকে। আর সেটা নিজে সরেজমিনে দেখতেই হয়তো তিনিও গেছেন লোকেশন দেখতে। নির্মাতা দেখছেন কীভাবে তিনি দৃশ্যধারণ করবেন আর অভিনেতা দেখছেন কীভাবে তিনি তা ফুটিয়ে তুলবেন পর্দায়। কাজাখস্তানে চলছে লোকেশন রেকি।

এর আগে দম সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তানেই দৃশ্যায়ণের প্ল্যান করেছে সংশ্লিষ্টরা। কারণ শেযার করা পোস্টে রেদওয়ান রনি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন দমরেকি‘ ‘কাজাখস্তান। বোঝাই যাচ্ছে কাজাখস্তানে চলছে দম সিনেমার লোকেশন রেকি।

দম সিনেমাটির মাধ্যমে অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, ’দম নিয়ে দম বানাতে আসছি’। এবারের ফেরায় তিনি আশ্রয় নিয়েছেন সত্য ঘটনার ওপর। সত্য ঘটনার অনুপ্রেরণায় সার্ভাইবাল গল্প নিয় গড়ে উঠেছে সিনেমার কাহিনি।

আফরান নিশো এ চঞ্চল চৌধুরী অভিনয় করছেন দম সিনেমায়। দম সিনেমায় যুক্ত হওয়ার সময় আফরান নিশো বলেছিলেন, ’সিনেমায় পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি’। অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেছিলেন, ’’দম’ সিনেমার গল্পটা অসাধারণ, এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি, খুবই চ‍্যালেঞ্জিং, আমার মনে হয় দর্শকরাও চমকে যাবে।’ অর্থাৎ দুজন অভিনেতাই গল্প ও অভিনয়ের কথা বিশেষ করে উল্লেখ করেছেন তাদের বক্তব্যে।

সিনেমার প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবে তা এখনও চূড়ান্ত হয়নি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত দম সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ এর ঈদুল ফিতরে। শিগগিরই শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে দম টিমের।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More