মাগুরায় ইজিবাইকের কাঁচ ভাঙাকে কেন্দ্র করে এক ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ মার্চ) সকালে মাগুরা শহরের ভায়না মোড় পৌর পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাফিক পুলিশ কনস্টেবল নাজমুল হোসেনসহ আরও তিনজন আহত হয়েছেন।
জানা যায়, শহরের ভায়না মোড় থেকে পুরান পৌর পার্ক এলাকার দিকে একটি ইজিবাইককে থামতে বলেন কনস্টেবল নাজমুল হোসেন। এ সময় ইজিবাইকটি না থেমে দ্রুতগতিতে পালাতে চাইলে তখন নাজমুলের হাতে থাকা লাঠির আঘাতে ইজিবাইকের সামনের কাঁচ ভেঙে যায়।
কাঁচ ভাঙার জন্য পুলিশ কনস্টেবলের উপরে প্রথমে চড়াও হয় অটোচালক। কিন্তু এরপরই পথচারী কিছু যুবক পুলিশ কনস্টেবল নাজমুলের গায়ে হাত তোলে। এ সময় ৫০ মিটার দূরে থাকা ভায়না মোড়ে থাকা ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে দৌড়ে আসে। তাদের উপরও চড়াও হয় এই হামলাকারীরা।
পরে মাগুরা সদর থানা থেকে রিজার্ভ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, দায়িত্ব পালনের সময় ট্রাফিক পুলিশ কনস্টেবল নাজমুল ভায়না মোড় এলাকায় বাকবিন্ডায় জড়িয়ে পড়ে। এতে ভুলবোঝাবুঝির কারনে হাতাহাতি হয়। তবে এটি নিছক ভুল বোঝাবুঝি নাকি অন্য কোন কারণ আছে সে বিষয়ে একটি তদন্ত দল কাজ করছে।
পুলিশের উপরে হামলার জন্য তিনজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
এমি/দীপ্ত