খুলনায় চিকিৎসকরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। চিকিৎসকের ওপর হামলাকারী পুলিশের এএসআই নাঈম গ্রেফতার না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খুলনার সরকারি-বেসরকারি সকল হাসপাতালের চিকিৎসকগণ।
বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১ মার্চ) রাতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে বিএমএ বুধবার (১ মার্চ) ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করে। সে অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৬টায় কর্মবিরতি শেষ হওয়ার কথা ছিল।
এফএম/দীপ্ত সংবাদ