করোনা কালীন সময়ে করোনা আক্রান্তদের বাড়িতে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া, লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া, বাজারে বের হওয়া মানুষকে মাক্স পরতে উদ্বুদ্ধ করা, করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন ও সৎকাজে সহায়তা করাসহ করোনাকালীন সময় মানুষের পাশে দাঁড়ানো জন্য জেলা প্রশাসনের বিশেষ সম্মাননা ‘ ভালো কাজের স্বীকৃতি পেল জেলা হটলাইন টিম।
বৃহস্পতিবার ( ৬ এপ্রিল) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট, সনদ ও টি শার্ট তুলে দেন জেলা প্রশাসক আবু নাসের বেগ। হটলাইন টিমের পক্ষে স্বীকৃতি সনদ গ্রহণ করেন সমন্বয়ক ফজলুর রহমান। এ সময় হট লাইন টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভালো কাজের স্বীকৃতি গ্রহণকালে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফজলুর রহমান বলেন, করোনা কালীন সময়ে আমরা প্রধানমন্ত্রীর আহবানে ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সহযোগিতায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম। সেদিন মানবিক কারণেই আমরা মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম কোন স্বীকৃতি পাওয়ার জন্য নয়। তবে আজ এ স্বীকৃতি পেয়ে অনেক ভালো লাগছে যা ভবিষ্যতে আরো ভালো কাজ করতে আমাদের সদস্যদের উৎসাহ যোগাবে।
এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, জেলার মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে ‘ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দেবে জেলা প্রশাসন’ এই স্লোগানে এ কার্যক্রম চালু করা হয়েছে। আমার ইতিমধ্যে বেশ কয়েকজনকে সম্মাননা স্মারক দিয়েছি। করোনাকালীন সময়ে ঝুঁকি নিয়ে হটলাইন টিমের সদস্যরা যে কাজ করেছেন তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
জেলা প্রশাসক আরো বলেন আমাদের কাছ থেকে আজ তারা এই প্রেরণা নিয়ে ভবিষ্যতে সামনের দিকে তারা এগিয়ে যাবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই যুবসমাজ।
আল/দীপ্ত সংবাদ