সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিফ্যাবের সদস্যদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

ডা. জাহিদ বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরে তিনি শুধু বিএনপির নয়, পুরো গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন।

দলীয় মনোনয়ন চূড়ান্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ‘১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেয়া হয়নি। তবে সহসাই মনোনয়ন চূড়ান্ত করা হবে।

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তারা মাঠে এলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশিবিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে দলটি।

প্রসঙ্গত, ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে তারেক রহমান সেখানেই অবস্থান করছেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে ফিরে আসতে পারেননি। এ সময় তাকে বিভিন্ন মামলা ও বিচারের মুখোমুখি হতে হয়েছে। শেখ হাসিনার পতনের পর দেশে আসার পথ খুললেও এখনো তিনি ফিরেননি এবং লন্ডন থেকেই দলের কার্যক্রম পরিচালনা করছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More