যান্ত্রিক ত্রুটির কারণে ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ–নেত্রকোণা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম।
বরের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি কোন নাশকতা নয়। মূলত যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনের ভেতরে আগুনের ঘটনা ঘটেছে।
ময়মনসিংহ রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোণা জেলার জারিয়া যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি আসতেই যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে ময়মনসিংহ–নেত্রকোণা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ওসি আরও বলেন, প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নেমে যায়। খবর পেয়ে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মূলত ইঞ্জিন ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটেছে।
এসএ