২০
ডিমের দাম কমতে শুরু করেছে। রাজধানীর বাজারে খুচরা দোকানে প্রতি হালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা দরে।
গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) থেকে ডিমের দাম কমতে শুরু করে। এদিন ৫২ থেকে ৫৫ টাকা হালিতে ডিম বিক্রি হয়েছে। বুধবার আরও একটু কমেছে। প্রায় দেড় সপ্তাহজুড়ে ডিমের বাজারে অস্থিরতা তৈরি হয়। প্রতি ডজনের সর্বোচ্চ দাম উঠে ৬০ টাকা দরে।
এরপর নড়ে চড়ে বসে প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ব্যবসায়ীদের ডেকে কঠোর হুঁশিয়ারি দেয়।
আল/ দীপ্ত সংবাদ