ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন– (ইমা) মিডিয়া কাপ টুর্নামেন্টের ফাইনালে দীপ্ত টিভিকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গান বাংলা টিভি।
রবিবার (১০ মার্চ) রাজধানীর বনানীর যায়ান ক্রিকেট একাডেমি মাঠে, টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন দীপ্ত টিভির অধিনায়ক মোজাম্মেল হোসেন। শুরুতেই ওপেনার সারওয়ার আলমের উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে আরেক ওপেনার মেহেদী হাসানের ব্যাট সচল থাকলেও নিয়মিত উইকেট হারায় টিম দীপ্ত। মেহেদী ২১ বলে ৩৮ রানে আউট হলে, শেষদিকে রুবেলের ১৫ রানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৫ রানের পুঁজি পায় দীপ্ত টিভি।
আরও পড়ুন: মিডিয়া কাপে গ্লোবাল টিভি কে হারিয়ে শুভ সূচনা দীপ্ত টিভির
জবাবে দীপ্ত টিভির বোলাররা রান তাড়া কিছুটা চেপে ধরলেও, গান বাংলার আরিফের ২২, শাওনের ২৫, সুমনের ২১ ও রাজের ১২ রানে ভর করে এক ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় তারা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এছাড়াও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক জায়েদ খান, নীরবসহ টুর্নামেন্টের আয়োজক সংশ্লিষ্ট ব্যক্তিরা। টুর্নামেন্ট সেরা বোলার হয়েছেন দীপ্ত টিভির অলরাউন্ডার সারোয়ার আলম।
প্রথম বারের মতো এই আয়োজনে এর আগে গ্লোবাল টিভি, বাংলাভিশন, নিউজ টুয়েন্টিফোর ও সেমিফাইনালে চ্যানেল আইয়ের বিপক্ষে দাপুটে জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করে দীপ্ত টিভি।
ইমাম/দীপ্ত নিউজ