ওয়ানডেতে নিজেদের ষষ্ঠ মোকাবেলায় ভারতের বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল। মিরপুর শেরে–ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
ডিএলএস নিয়মে ৪৪ ওভারের ম্যাচে ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করা ভারত অলআউট হয় ১১৩ রানে। মেয়েদের ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মারুফা আক্তার। ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তরুণ এই পেসার। এছাড়া দুই স্পিনার ও নাহিদা খাতুনের স্পিনের সাহায্যে ৬১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে ভারত। এরপর ভারতের লোয়ার ওর্ডার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলে, দলগত টানা ৩ বলে তিন উইকেট তুলে নিলে স্কোরবোর্ডে ৯১ রানে ৮ উইকেট হারায় ভারত।
ইনিংসের ৩৬তম ওভারের পঞ্চম বলে শেষ ব্যাটার বারেদি আনুশার রানআউটেই শেষ হয় সফরকারীদের ইনিংস। এর আগে বারবার বৃষ্টিতে বাধা পাওয়া ইনিংসে ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা ও দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ফারজানা হক।
ম্যাচ সেরা হয়েছেন মারুফা আক্তার। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ জুলাই ।
ইমাম/দীপ্ত নিউজ