আগামীকাল ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। নানা আয়োজনের মধ্যে দিয়ে মুজিবনগর দিবস পালনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়। দিনটি উপলক্ষে মুজিবনগরে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন সহ পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই দিবসটি পালিত হবে।
মুজিবনগর দিবসে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এছাড়াও উপস্থিত থাকবেন মেহেরপুর ১ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।
দিবসটি উপলক্ষে ঐতিহাসিক আম্রকানন ও মুজিবনগর স্মৃতিসৌধ ধোয়ামুছা, কমপ্লেক্স চত্বরসহ চারপাশ পরিষ্কার–পরিচ্ছন্নসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ।
একাত্তরের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা তথা মুজিবনগর আম্রকাননে অস্থায়ী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিকামী মানুষের মধ্যে সৃষ্টি হয় নবপ্রেরণা। এই প্রেরণা থেকেই নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। সেই থেকে যর্থাযগ্য মর্যাদায় এই দিবসটি পালন করে আসছে মেহেরপুর বাসী। এছাড়াও দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখবেন সরকারের মন্ত্রীবর্গরা।
আল / দীপ্ত সংবাদ