বুধবার, অক্টোবর ২২, ২০২৫
বুধবার, অক্টোবর ২২, ২০২৫

এ বছর ২০০ বাংলাদেশিকে বৃত্তি দেবে রাশিয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দুয়ার খুলে দিয়েছে রাশিয়ার সরকার। ২০২৬২০২৭ শিক্ষাবর্ষে রাশিয়া সরকার ব্যাচেলর, স্পেশালিটি ডিগ্রি, মাস্টার্স, রেসিডেন্সি প্রশিক্ষণ এবং পিএইচডি পর্যায়ে ২০০টি বৃত্তি প্রদান করবে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি, বাংলাদেশের শিক্ষার্থীদের রাশিয়ার শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় করিয়ে দেয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে রাশিয়া।

আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র:

এই বৃত্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে। আবেদনকারীরা সহজেই https://education-in-russia.com ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হয়েছে, শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৬। তবে আবেদনের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমেই, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসিটের মূল এবং ফটোকপি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সত্যায়িত হতে হবে। এছাড়া পাসপোর্টটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৮ মাসের মেয়াদ সম্পন্ন থাকতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পর, অনলাইন আবেদনের কপিসহ শিক্ষার্থীদের রাশিয়ান হাউস ইন ঢাকায় শিক্ষাগত সনদের কপি, পাসপোর্টের ফটোকপি, স্বাস্থ্য সনদ, ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে সম্মতিপত্র ও একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

সরাসরি তথ্য সংগ্রহের সুযোগ:

আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও বিশদ জানার জন্য শিক্ষার্থীরা প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া, উচ্চশিক্ষার সুযোগ এবং আবেদন প্রক্রিয়ার খুঁটিনাটি জানতে আগামী ২৩ অক্টোবর নভেম্বর ২০২৫ বিকেল ৩টায় রাশিয়ান হাউস ইন ঢাকায় আয়োজিত “রাশিয়ায় উচ্চশিক্ষা” বিষয়ক সেমিনারে অংশ নিতে পারেন।

রাশিয়ার উচ্চশিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা:

রাশিয়ায় উচ্চশিক্ষা শুধুমাত্র একাডেমিক মানোন্নয়নেই সীমাবদ্ধ নয়; এটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, বিভিন্ন সংস্কৃতির সাথে সংযোগ এবং গবেষণার আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে। রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, এবং মানবিক বিষয়ে শক্তিশালী গবেষণা কার্যক্রম রয়েছে, যা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি নতুন জ্ঞানভাণ্ডার।

রাশিয়ায় শিক্ষালাভের পাশাপাশি, শিক্ষার্থীরা রাশিয়ার জীবনযাপন, সংস্কৃতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মানসিক ও সামাজিক সম্পর্ক স্থাপন করতে পারবে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকার প্রদত্ত এই বৃত্তি তাই শুধু একটি শিক্ষার সুযোগ নয়, বরং জীবন ও ক্যারিয়ারকে সমৃদ্ধ করার একটি অসাধারণ সম্ভাবনা।

যোগাযোগের তথ্য:

যেকোনো ধরনের সহায়তার জন্য শিক্ষার্থীরা সরাসরি সৈয়দ বজলুল হাসান রাজীবের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন এবং এই বৃত্তি সম্পর্কিত সব তথ্য প্রদানে সর্বদা প্রস্তুত।

ঠিকানা: ৪২, ভাষা সৈনিক এম এ মতিন সড়ক, ধানমন্ডি আ/, ঢাকা১২০৫।

মোবাইল: ০১৮১৭২৯৪৫৯৫

রাশিয়ার শিক্ষা ও সংস্কৃতির সাথে পরিচিত হতে এবং নিজেকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক করতে এই বৃত্তি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এক অপার সুযোগ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More