এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
রবিবার (৩০ এপ্রিল) রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই, তবে কেউ গুজব রটাতে পারে। কেউ গুজব রটালে সে যদি ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী। এরপর শিক্ষামন্ত্রী বলেন, সব কিছু ঠিকঠাক ছিল শুধু আরেকটু স্কুলটা পরিস্কার পরিছন্ন হলে ভালো হত বলে আমাদের কাছে মনে হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী বছর যারা এইচএসসি পরীক্ষা দিবে তারা পুরো প্রস্তুতির সময় পেয়েছে কিনা এবং আমরা যেহেতু আরেকটু সময় এগিয়ে আনতে চেষ্টা করব; সেখানে অনেক কিছু চিন্তার ভাবনার বিষয় আছে। শিক্ষকদের সঙ্গে আমাদের বসতে হবে, শিক্ষার্থীরা কোন সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারবে, শুধু তাড়াহুড়ো করে শেষ করলে তো হবে না, সুবিধা মত সময়ে শেষ করতে হবে। সেটা শিক্ষকদের কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে পারব, আমরা তো নিজেরা নিজেদের মত করে সিদ্ধান্ত নিলাম, সেটা তো ঠিক হবে না। আর এখন যারা পরীক্ষা দিচ্ছে তারা যেহেতু প্রস্তুতির সময় পেয়েছিল সেজন্য পুরো সিলেবাসে পরীক্ষা হচ্ছে।
আগামী আগস্টের মাঝামাঝিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার পরিকল্পনা আছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
এফএম/দীপ্ত সংবাদ