বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

এসএসসিতে পৌনে ৩ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে অসন্তোষ হয়ে পৌনে ৩ লাখ আবেদন জমা হয়েছে।

দীপ্ত নিউজ ডেস্ক

বাংলা, ইংরেজি, গণিত এবং ইতিহাস ও সভ্যতা বিষয়ের ফল পুনর্মূল্যায়ন চেয়ে বেশি আবেদন করেছে শিক্ষার্থীরা। আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা লাখোধিক। অনেকেই একাধিক বিষয়ের ফল পুনর্মূল্যায়নের আবেদন করেছে।

সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড কর্মকর্তারা জানান, অনেক শিক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র চ্যালেঞ্জ করে আবেদন করেছে। তার মধ্যে ইংরেজি, গণিত, বিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলা এবং ইতিহাস ও সভ্যতা বিষয়ে আবেদন বেশি হয়েছে।

এসব বিষয়ে আশানুরূপ নম্বর না পাওয়ায় তারা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। পুনর্নিরীক্ষার মাধ্যমে উত্তরপত্রে প্রাপ্ত নম্বর নতুন করে যোগ করে ফলাফল প্রকাশ করা হবে। এতে কিছু সংখ্যক পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হতে পারে।

ঢাকা শিক্ষাবোর্ডে এবার ৬৮ হাজার আবেদন এসেছে। আবেদনকারীর সংখ্যা ৩৬ হাজারের অধিক। এ বোর্ডে বাংলা, ইংরেজি, গণিত এবং ইতিহাস ও সভ্যতা বিষয়ে বেশি আবেদন জমা হয়েছে। যশোর শিক্ষাবোর্ডে আবেদনপত্র ১২ হাজার ৮১৬ টি, আবেদনকারী ৮ হাজারের বেশি। তার মধ্যে ইতিহাস ও সভ্যতা বিষয়ে ২ হাজার ৪৮৪টি, ইংরেজি প্রথমপত্রে এক হাজার ৫৮৩টি এবং ইংরেজি ২য় পত্রে এক হাজার ১৭৫টি আবেদন জমা পড়েছে। দিনাজপুর শিক্ষাবোর্ডে মোট আবেদন ৩০ হাজার ৪৪৯টি, আবেদনকারী প্রায় ১৬ হাজার। এ শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি আবেদন গণিতে ৫ হাজার ৯৮৩টি, ইতিহাসে ৪ হাজার ৬৩৭টি এবং ইংরেজি ১ম ও ২য় পত্রে ৩ হাজার ১১১টি আবেদন পড়েছে।

বরিশাল শিক্ষাবোর্ডে ১১ হাজার ২৯টি বিষয়ের আবেদন এসেছে। আবেদনকারী প্রায় ৯ হাজার। চট্টগ্রাম বোর্ডে ২৮ হাজার ৬০৭টি, কুমিল্লা বোর্ডে ২৩ হাজার ১০৩টি, ময়মনসিহং বোর্ডে ১৭ হাজার ৩১৯টি, রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৫৪৪টি, সিলেট বোর্ডে ২০ হাজার ১৫৫টি আবেদন করেছে শিক্ষার্থী।

এছাড়াও মাদরাসা শিক্ষাবোর্ডে ২৫ হাজার ৫০২টি আবেদন জমা হয়েছে। আবেদনকারী ১৬ হাজার ৮৩৩ জন। এর মধ্যে গাণিতে সবচেয়ে বেশি ১১ হাজার ১৩৯ শিক্ষার্থী পুনর্মূল্যায়নের আবেদন করেছে। এর বাইরে কারিগরি শিক্ষাবোর্ডে ১৩ হাজার ৩১২টি আবেদন করা হয়েছে। সব মিলিয়ে দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে এবার ২ লাখ ৭৮ হাজার ৮৪৫টি আবেদন জমা হয়েছে। আবেদনকারীর সংখ্যা এক লাখের অধিক।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

সম্পাদক: এস এম আকাশ

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.