শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

এসএমসি এন্টারপ্রাইজ এর নতুন ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন সায়েফ নাসির ।

জনাব সায়েফ নাসির এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডএর ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি তিনটি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান, বৃটিশ আমেরিকান টোব্যাকো, টেট্রা প্যাক এবং হাইডেলবার্গ সিমেন্ট সহ স্বনামধন্য স্থানীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এবং এছাড়া ও তার বিভিন্ন ধরণের শিল্প খাতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

জনাব নাসির, বিগত দুই দশকের অধিক সময় ধরে বাংলাদেশ সহ দক্ষিনপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মার্কেটিং ও সেলস, জেনারেল ম্যানেজমেন্ট, পিপল ডেভেলপমেন্ট ও প্রডাক্ট ম্যানেজমেন্ট এ নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বিজনেস ট্রান্সফরমেশন ও ডেভেলপমেন্টের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও স্থায়ী উন্নয়নের পাশাপাশি উজ্জীবিত টিম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সায়েফ নাসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে এমবিএতে স্নাতকোত্তর এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

 

 

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More