৪১ বছরের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ভারত–পাকিস্তান লড়াই। এই হাইভোল্টেজ লড়াইয়ে শেষ পর্যন্ত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবম এশিয়া কাপ শিরোপা জিতল ভারত।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সপ্তদশ এশিয়া কাপ ফাইনালে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল পাকিস্তান।
ফারহান ও ফখর জামানের ব্যাটে ওপেনিং জুটি থেকে আসে ৮৪ রান। ৩৮ বলে ৫৭ রান করে আউট হন ফারহান।
সাইম আইয়ুব ১৪ করে আউট হওয়ার পরই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। পরপর ৫ ওভারে ৭ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ১১.২ ওভারে ১০০ রান তুলেও তারা চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। টুর্নামেন্টজুড়ে দারুণ পারফর্ম করা অভিষেক শর্মা ৬ বলে ৫ রান করেই ফিরে যান। ইনিংসের তৃতীয় ওভারে ভারত অধিনায়ক সূর্যকুমারকে তুলে নেন শাহিন আফ্রিদি। চতুর্থ ওভারে ফাহিম আশরাফের বলে আউট হন শুভমান গিল। ২০ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারত।
এরপর ক্রিজে জুটি বাঁধেন তিলক বর্মা এবং সাঞ্জু স্যামসন। ২১ বলে ২৪ রান করা স্যামসন থেমেছেন দলের ৭৭ রানে। তিলক টিকে ছিলেন। শেষ দিকে তার সঙ্গে যোগ দেন শিভম দুবে। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছে ভারতের ইনিংস। ফিফটি ছুঁয়েছেন তিলক।
শেষ ৩ ওভারে দরকার ছিল ৩০ রান। হারিস রউফের করা ১৮তম ওভার থেকে আসে ১৩ রান। ২ ওভারে দরকার ১৭ রান। সেখান থেকে শেষ ওভারে দরকার ছিল ১০ রান। প্রথম দুই বলে তিলক বর্মা নিয়ে ফেলেন ৮ রান। পরের বলে নেন সিঙ্গেল। এর পরের বলে ৪ মেরে দলকে জেতান রিঙ্কু সিং। ২ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে ভারত।
এসএ