শঙ্কায় ছিলও এশিয়া কাপে ভারত থাকবে কিনা। ইতিমধ্যেই সেই বিষয়টিও নিশ্চিত হয়ে গেল ক্রিকেটপ্রেমীদের কাছে। দুই দেশের মধ্যে সংঘাতের পর থেকে ভারত কোন দিনই পাকিস্তানের সাথে ক্রিকেট খেলতে চাচ্ছে না।
আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক বিবৃতি থেকে জানা যায়, আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত।
বিবৃতি থেকে আরও জানা যায়, পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত।
উল্লেখ্য, বর্তমানে এসিসি‘র প্রধানের পদে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদে আছেন। যে কারণে ভারত এই টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে।
আপাতত নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হলেও আগামীতে পুরুষদের এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত– এমনই জানিয়েছে ভারতের আরও বেশ কিছু গণমাধ্যম। তাদের ভাষ্য মতে, চলমান সংকটের মাঝে মহসিন নাকভি প্রধানে থাকলে এশিয়া কাপেও যাচ্ছে না ভারত।
আল