সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চূড়ান্ত করেছে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত আসন্ন এশিয়া কাপ ২০২৩ এর সূচি। ৩১ আগস্ট থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর।
আয়োজক দেশ পাকিস্তানের হাইব্রিড মডেলের প্রস্তাব অনুযায়ী নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায়ও অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ম্যাচ। গ্রুপ পর্বের প্রথম ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাঠে। এরপর ভারত ও গ্রুপের অন্যান্য ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়।
৬ টি দেশের অংশগ্রহণে মোট ১৩ টি ম্যাচের এই টুর্নামেন্ট হবে দুইটি গ্রুপের মাধ্যমে। প্রথম পর্বের দুই গ্রুপ থেকে দুইটি করে দল সুপার ফোরে খেলার সুযোগ পাবে। এরপর সুপার ফোরে প্রতিটি দল একে অপরের সাথে একটি করে ম্যাচ খেলবে। এরপর টেবিলের শীর্ষ দুইটি দল খেলবে টুর্নামেন্টের ফাইনালে।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট হবে ৫০ ওভারের ওয়ানডে ফরমেটে।
গ্রুপ ‘এ‘ – ভারত, পাকিস্তান ও নেপাল।
গ্রুপ ‘বি‘ – বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
ইমাম/দীপ্ত নিউজ