এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াই এখন যেন অঘোষিত সেমিফাইনালে রূপ নিয়েছে। সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
ইতোমধ্যেই সুপার ফোরে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সমান দুই ম্যাচে একটি করে জয় ও পরাজয়ে সমান অবস্থানে বাংলাদেশ ও পাকিস্তান। তাই আজকের ম্যাচে যে দল জয় পাবে, তারাই খেলবে মেগা ফাইনালে ভারতের বিপক্ষে। টাইগারদের জন্য এটি শেষ সুযোগ—অর্থাৎ জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই। তবে পাকিস্তানের বিপক্ষে লড়াই সবসময়ই ভিন্ন রকম চ্যালেঞ্জ।
বাংলাদেশ শিবিরে এখনো লিটন দাসের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তবে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে।