বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এশিয়া কাপের নতুন আসর বসছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে। এর আগে ইএসপিএনক্রিকইনফো প্রকাশ করেছে এশিয়ার সেরা টিটোয়েন্টি একাদশ। যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন কেবলমাত্র সাকিব আল হাসান।

বিশেষজ্ঞদের তৈরি এই দলে স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গী পাকিস্তানের সাবেক তারকা শহিদ আফ্রিদি। ভারত থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ চারজন ক্রিকেটার, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুজন এবং আফগানিস্তান থেকে একজন।

দলের ওপেনার হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া ও মাহেলা জয়বর্ধনেকে। তিন নম্বরে ভারতের ব্যাটিং আইকন বিরাট কোহলি, চার নম্বরে সুর্যকুমার যাদব।

পাঁচ নম্বরে আছেন অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। এরপর ছয় নম্বরে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরেই শহিদ আফ্রিদি এবং আট নম্বরে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। পেস আক্রমণে থাকছেন পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রিত বুমরাহ ও শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা।

দ্বাদশ ব্যক্তি হিসেবে দলে রাখা হয়েছে পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমলকে।

এশিয়ার সর্বকালের সেরা টিটোয়েন্টি একাদশ:

সনাৎ জয়সুরিয়া, মাহেলা জয়বর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।

দ্বাদশ ব্যক্তি: সাঈদ আজমল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More