ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব-এমসিসি’র আজীবন সদস্যপদ পেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফিসহ ১৭ জন ক্রিকেটারকে এমসিসির আজীবন সন্মাননায় যুক্ত করেছে সংস্থাটি। তালিকাই রয়েছেন রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ হাফিজ, ইয়ন মরগান, সুরেশ রায়না, যুবরাজ সিং, কেভিন পিটারসেন, ডেল স্টেইন ও রস টেলরের মতো এক সময়ের তারকা ক্রিকেটাররা।
১৭ জনের তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন ভারতের ক্রিকেটার। এর মধ্যে দুই নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী ও মিতালী রাজ রয়েছেন। বাকি তিন ক্রিকেটার হলে ধোনি, যুবরাজ ও রায়না। এই তিন ক্রিকেটারই ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য।
মাশরাফির আগে প্রথম বাংলাদেশি হিসেবে এই সম্মান পেয়েছিলেন সংগঠক ও সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরি।
আল/দীপ্ত সংবাদ