এ বছর দুর্গাপূজা কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকি নেই। এবার যেহেতু পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে, সেহেতু আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংখ্যা বেড়েছে। এবার পূজা অবশ্যই ভালো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ আশ্বাস দেন।
তিনি বলেন, আমি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, কোথাও কারও মধ্যে কোনো শঙ্কা দেখিনি। আপনারা জানেন এ বছর সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি। পূজা নিরাপত্তার স্বার্থে ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা ২ অক্টোবর পর্যন্ত মোট ৯ দিন এ দায়িত্ব পালন করবেন। সারাদেশে প্রায় ২৪টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
উপদেষ্টা বলেন, এছাড়াও দুর্গাপূজা নিরাপত্তায় সারাদেশে ৭০ হাজার পুলিশ সদস্য, প্রায় ১ লাখ সেনা সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে কমিটির ৭জন সদস্য পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দুর্গাপূজা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি ইস্যু নিয়ে তিনি আরও বলেন, ‘পার্বত্য এলাকায় একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সবাইকে নিয়ে বৈঠক করছেন।’
এসএ