১৯১৪ সালে ‘পুজোর গান’–এর রেওয়াজ চালু হয়। ১৯৩১ সালে জনপ্রিয় শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের অনুরোধে কাজী নজরুল ইসলাম লিখলেন – ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ‘। এইচএমভি কোম্পানির ভগবতী ব্যানার্জির উদ্যোগে কাজী নজরুল ইসলামের লেখায় ও সুরে আব্বাসউদ্দিন আহমেদের কন্ঠে প্রকাশিত হয় প্রথম ঈদের গান, তৈরি হল ইতিহাস।
সেই পরম্পরায় আজও ঈদের গান প্রকাশিত হচ্ছে। ব্যান্ড অবস্কিওর ও কলকাতার তরুণ গায়ক দূর্বাদল বিশ্বাসের যৌথ অ্যালবামের প্রথম গান ‘কিন্তু কোথায়‘ প্রকাশিত হচ্ছে এবছরের ঈদ সন্ধ্যায়, ২১ এপ্রিল। অমিত গোস্বামীর লেখায় সুর দিয়েছেন দূর্বাদল বিশ্বাস। কন্ঠ সাইদ হাসান টিপু ও দূর্বাদলের। সংগীত আয়োজন অবস্কিওর।
এই অ্যালবাম প্রসঙ্গে অবসকিওরের প্রধান সাইদ হাসান টিপু জানান “গত তিন বছর আমরা অ্যালবাম করতে পারি নি কোভিড পরিস্থিতির কারণে। কিছুদিন আগে কলকাতার প্রতিভাবান শিল্পী দূর্বাদল বিশ্বাস ঢাকায় এসেছিল আমাদের অন্যতম গীতিকার অমিত গোস্বামীর সাথে। সেখানেই ঠিক হয় যে আমরা যৌথ অ্যালবাম করব। কিন্তু সেই আসরে প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে অমিত একটি গান লিখে ফেলে এবং দূর্বাদল সুর করে দেয়। গানটির নাম – একটা ছিল গানের মানুষ। সঙ্গে সঙ্গে আমি ও আমাদের ব্যান্ডের সবাই মিলে গানটি রেকর্ড করি। খুব দ্রুত গানটি প্রকাশিত হয় এল আর বি’র পেজ থেকে। ইতিমধ্যে গানটি বিভিন্ন মাধ্যমে শুনেছেন চার লক্ষেরও বেশি শ্রোতা। আমরা এর ফলে বুঝলাম যে ভাল মেলোডি এখনও মানুষ পছন্দ করছেন। তার ফলশ্রুতি এই অ্যালবাম অবসকিওর ও দূর্বাদল। গানের নাম – কিন্তু কোথায়?
এবারে আমাদের সংগীতপ্রিয় মানুষদের এটাই আমাদের ঈদ উপহার। আশা রাখি শ্রোতারা এই গান পছন্দ করবেন।
এফএম/দীপ্ত সংবাদ