স্পট ফিক্সিং বিতর্কে বাংলাদেশ দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত্যাগে আপাতত দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিসিবি এক কর্মকর্তা গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
বিপিএল চলমান একাদশ আসরে অন্তত আটটি ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। যেখানে জড়িত সন্দেহে নজরদারিতে আছেন চার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা কয়েকজন ক্রিকেটার। তাদের একজন দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ফ্র্যাঞ্চাইজির হিসাবে সর্বোচ্চ ১২ জন ক্রিকেটার খেলছেন দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। এর বাইরে সিলেট স্ট্রাইকার্সের ৬ এবং চিটাগাং কিংসের ২ ক্রিকেটারকেও নজরদারিতে রাখা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সন্দেহজনক পারফরম্যান্সের তালিকায় আছে ৮টি ম্যাচ– ফরচুন বরিশাল–দুর্বার রাজশাহী (৬ জানুয়ারি), রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালস (৭ জানুয়ারি), ঢাকা–সিলেট স্ট্রাইকার্স (১০ জানুয়ারি), রাজশাহী–ঢাকা (১২ জানুয়ারি), চিটাগাং কিংস–সিলেট (১৩ জানুয়ারি), বরিশাল–খুলনা টাইগার্স (২২ জানুয়ারি) ও চিটাগাং–সিলেট (দুই ম্যাচ)।
এই বিষয়ে তদন্ত করছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (অ্যাকু)।
তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে ফিক্সিং ইস্যুতে মন্তব্য করতে অনাগ্রহ দেখিয়ে ফারুক বলেছেন, ‘তদন্ত এখনও চলমান থাকায় আমাদের কিছু প্রোটোকল মেনে চলতে হয়। সে কারণে আমি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারব না।’
কঠিন শাস্তির হুমকি দিয়ে তিনি আরও বলেন, ‘যদি তদন্তে কোনো কিছু (প্রমাণ) বেরিয়ে আসে, এরপর যে কঠিন শাস্তি দেওয়া হবে সবাই জানেন। আমি যদি সেরকম কিছু পাই, তাদের জীবন কঠিন করে তুলব, আমি কারও অপরাধের ছাড় দেবো না।’
২০২৫ বিপিএলে এনামুল এবার দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন। বাংলাদেশ দলের হয়ে ৫ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২০ টি–টোয়েন্টি খেলা এনামুল এ বছরের বিপিএলের অন্যতম সেরা পারফরমার। ১২ ম্যাচে ১ সেঞ্চুরিসহ ৩৯২ রান করেছেন, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।
উল্লেখ্য, ৩২ বছর বয়সী এনামুল গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন। পরে তাঁকে সরিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়।
এসএ