জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি নির্বাচনের বিপক্ষে নয়। তবে ‘জুলাই সনদ ঘোষণা, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে।’
শুক্রবার (১১জুলাই) এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে যশোরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যতদিন দোষীদের বিচার হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
তিনি আরও বলেন, নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন হতে।নির্বাচন কমিশন নিয়োগ পদ্ধতিতে সংস্কার আনতে হবে। নির্বাচন কমিশনার নিরপক্ষ না হলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনার যদি আগের পদ্ধতির নিয়োগ হয় তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। এনসিপি তা হতে দিবে না।
নাহিদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাখে কাজ করবে।আমরা চায়না সেনাবাহিনী গুমের সাথে যুক্ত হোক।
নাহিদ বলেন, এনসিপি ইনসাফ ও কল্যাণ ভিত্তি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। আমরা আগামী ৫ আগস্টের মধ্যে এর বাস্তবায়ন চাই। এই দাবিতে আগামী ৩ আগস্ট ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে।’
পদযাত্রায় নাহিদ ইসলাম ছাড়াও সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাসকিন জারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
জুবায়ের/আল