মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

এনবিআর: আরও ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একসঙ্গে একই দিনে আরও ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রথম সচিব (কর প্রশাসন) মো. মোসাদ্দেক হুসেন সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

বদলি কর্মকর্তারা হলেন ঢাকা বিসিএস (কর) একাডেমি পরিচালক হাফিজ আল আসাদকে ঢাকা কর অঞ্চল–২০–এর পরিদর্শী রেঞ্জ–১, শেখ শামীম বুলবুলকে নরসিংদী কর অঞ্চল, ছায়িদুজ্জামান ভুঞাকে নারায়ণগঞ্জ কর অঞ্চল, বেগম হাসিনা আক্তার খানকে গাজীপুর কর অঞ্চল, মর্তুজা শরিফুল ইসলামকে ঢাকা কর অঞ্চল–৬, মোহা. আব্দুস সালামকে ঢাকা কর অঞ্চল–১, মো. নাসেরুজ্জামানকে ঢাকা অঞ্চল–২, মো. মিজানুর রহমানকে চট্টগ্রাম কর অঞ্চল–১, মো. নাঈমুর রসুলকে চট্টগ্রাম কর অঞ্চল–২, ফখরুল ইসলামকে খুলনা কর অঞ্চল, আশরাফুল ইসলামকে ঢাকা কর অঞ্চল–৩, মোহাম্মদ শাহ্‌ আলমকে ঢাকা কর অঞ্চল–৪, মির্জা মোহাম্মদ মামুন সাদাতকে ঢাকা কর অঞ্চল–১১, মোহাম্মদ আব্দুল্লাহকে খুলনা কর আপিল অঞ্চল, মিজানুর রহমানকে ঢাকা কর অঞ্চল–১৫, মো. মঈনুল হাসানকে এনবিআর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, ইভানা আফরোজ সাঈদকে ঢাকর কর অঞ্চল–৮ বদলি করা হয়।

এছাড়া, তাহমিনা আক্তারকে ঢাকা কর আপিল অঞ্চল–৩, শামীমা পারভীনকে এনবিআর সিআইসি, সাহেদ আহমেদ চৌধুরীকে বৃহৎ করদাতা ইউনিটে, ফারজানা সুলতানাকে ঢাকা কর অঞ্চল–১৪, শামীমা আখতারকে ঢাকা কর অঞ্চল–১০, মৌসুমী বর্মনকে কর পরিদর্শন অধিদপ্তরে, মো. আবদুর রাজ্জাককে ঢাকা কর অঞ্চল–১৬, মো. জসীমুদ্দিন আহমেদকে ঢাকা কর অঞ্চল–১২, তারিক ইকবালকে ঢাকা কর অঞ্চল–৭, মো. ফারুকুল ইসলামকে ঢাকা কর অঞ্চল–২, মাসুম বিল্লাহকে ঢাকা কর অঞ্চল–২১, সারোয়ার মোর্শেদকে ঢাকা কর অঞ্চল–২৩, মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল–১৮, মেহেদী হাসানকে ঢাকা কর আপিল অঞ্চল–১, হাছিনা আক্তারকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল, শান্ত কুমার সিংহকে ঢাকা কর অঞ্চল–১৭, রিগ্যান চন্দ্র দে–কে বিসিএস (কর) একাডেমি, ফারজানা নাজনীনকে কুমিল্লা কর অঞ্চল, সুমন দাসকে এনবিআর প্রথম সচিব, শেখ মো. কামরুজ্জামানকে কর পরিদর্শন পরিদপ্তর, তাপস কুমার চন্দকে বৃহৎ করদাতা ইউনিট, মো. মোশাররফ হোসেনকে দিনাজপুর কর অঞ্চল, মো. আব্দুল মালেককে ঢাকা কর অঞ্চল–৫ ও আরিফুল হককে রাজশাহী কর অঞ্চলে বদলি করা হয়।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More