ফোর্বসের ২৫জানুয়ারি প্রকাশিত এক তালিকায় গৌতম আদানি ছিলেন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী। হিনডেনবার্গের এক রিসার্চের প্রতিবেদনের প্রভাবে মাত্র ২৪ দিনে একধাক্কায় তিনি বিশ্বের ধনীর তালিকার ২৪ ধাপে চলে এসেছেন।
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তকমা হারালেন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। আদানি গ্রুপকে নিয়ে দুই বছর তদন্তের পর এই বছরের ২৪ জানুয়ারি গুরুতর অভিযোগের বিশদ বিবরণসহ একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেন মার্কিন বিনিয়োগ গবেষণা সংস্থা হিনডেনবার্গ। এতে গৌতম আদানির বিরুদ্ধে করপোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজির অভিযোগও তোলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থাটি।
প্রতিবেদন প্রকাশের পর শেয়ারবাজারে আদানি গ্রুপের টালমাটাল অবস্থার তৈরি হয়। অতি দ্রুত কমতে থাকে শেয়ারের দাম। আদানি এন্টারপ্রাইজের শেয়ার আদানির সম্পদের অন্যতম উৎস বলা হয়।
ধোঁকাবাজির অভিযোগ ওঠার পর থেকে আদানি গ্রুপের শেয়ারের দরপতন শুরু হয় যা কোনোভাবেই থামছে না। মুম্বাইভিত্তিক বাজার বিশ্লেষক অম্বরিশ বালিগা বলেন, জালিয়াতির অভিযোগের জবাব দিলেও, আদানি গ্রুপের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ব্যাপকভাবে কমে গেছে। এমন পরিস্থিতি স্থিতিশীল হতে সময় লাগবে।
অনু/দীপ্ত