সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

এক দশকে দর্শকের দীপ্ত!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

১০ বছর পূর্ণ করল দীপ্ত টেলিভিশন। ‘আলোয় ভুবন ভরা’ স্লোগানকে ধারণ করে ২০১৫ সালে ১৮ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল টেলিভিশন চ্যানেলটি। এ যাত্রার প্রতিটি ধাপে দীপ্ত টেলিভিশন চেয়েছে চমকপ্রদ ও গুণগত মানসম্পন্ন অনুষ্ঠান দিয়ে দর্শকদের বিনোদন যোগাতে। একই সাথে সত্যনিষ্ঠ সংবাদ, কৃষিভিত্তিক ধারাবাহিক, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত অ্যানিমেশন ‘টুমরো’সহ অন্যান্য প্রয়োজনীয় অনুষ্ঠান, দীপ্ত টিভি সম্প্রচার করেছে দর্শকদের জন্য।

পালকী, অপরাজিতা, খুঁজে ফিরি তাকে-এর মতো দেশি ধারাবাহিক নাটকের সাথে বিদেশি ড্রামা সিরিজ সুলতান সুলেমান নিয়ে যাত্রা শুরু করেছিল দীপ্ত টেলিভিশন। একে একে তারা নিজস্ব স্টুডিও, সেট ও জনবল নিয়ে নির্মাণ ও সম্প্রচার করেছে ভালোবাসার আলো আঁধার, মধ্যবর্তিনী, খলনায়ক, মান অভিমান ও মাশরাফি জুনিয়রের মতো দর্শকপ্রিয় দেশি ধারাবাহিক নাটক। অন্যদিকে নিজস্ব অনুবাদক টিম, কণ্ঠাভিনয়শিল্পীদের মাধ্যমে বিদেশী সিরিজ বাহার, ফেরিয়া, জননী জন্মভূমি, সুলতান সুলেমান, কোসেম ও রহস্যময়ী হয়ে উঠেছে দর্শকনন্দিত। একইসাথে দর্শকপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে সম্প্রচারিত খুশবু, রূপনগর, গুড ডক্টরের মতো ড্রামা সিরিজগুলিও।

এক দশক পূর্ণ করে দীপ্ত টেলিভিশন নতুন আঙ্গিকে সাজাতে চলেছে তাদের আগামীর অনুষ্ঠানগুলি। দেশি ও বিদেশি ড্রামা সিরিজের পাশাপাশি দর্শকের জন্য বৈচিত্রে ভরা আরও অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছে দীপ্ত টেলিভিশন।

১৮ নভেম্বর মঙ্গলবার দীপ্ত টিভির ১০ বছর পূর্তিতে সকাল ৮টায় ‘‌দীপ্ত প্রভাতী’র সরাসরি গানের অনুষ্ঠানে থাকছে শিল্পী ড. অণিমা রায়। ইন্দ্রাণী নিশির সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন গৌরব সরকার। এছাড়া ১০ বছর পূর্তি উপলক্ষ্যে সকাল ১০টা ১৭ মিনিটে থাকছে শাকিব খান অভিনীত বাংলা সিনেমা ‘‌তুফান’। সঙ্গে দিনভর বিভিন্ন আয়োজনে থাকছে দীপ্ত টিভির পর্দায়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More