মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

বিশ্বকাপ: বাংলাদেশি সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আইসিসি কোনো বাংলাদেশি সাংবাদিককে ভারত কিংবা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ সংবাদ প্রকাশের স্বীকৃতিপত্র বা এক্রিডিটেশন দেয়নি।

মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতি আর আইসিসি একগুঁয়েমি এখন তুঙ্গে। টি২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ দিয়েই ক্ষান্ত হয়নি আইসিসি, এবার গণমাধ্যমের ওপরও আঘাত হানা হয়েছে।

বিশ্বকাপ সংবাদ কাভার করার জন্য আইসিসি কাছে এক্রিডিটেশনচেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশি সাংবাদিকরা।

কিন্তু আইসিসি কোনো বাংলাদেশি সাংবাদিককে ভারত কিংবা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ সংবাদ প্রকাশের স্বীকৃতিপত্র বা এক্রিডিটেশন দেয়নি। অর্থ্যাৎ, এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছে না টিটোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য।

সোমবার (২৬ জানুয়ারি) আইসিসি বাংলাদেশের সাংবাদিকদের এক্রিডিটেশন না দেওয়াবিষয়টি জানিয়ে আবেদন করা সাংবাদিকদের মেইলে বার্তা পাঠিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, ‘এটা আমার জন্য এবং বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের জন্য অপমানের, গ্লানির এবং ক্ষোভের।’

তিনি বলেন, ‘আমি হচ্ছি বাংলাদেশের অন্যতম সিনিয়র ক্রিকেট রিপোর্টার। যার ঝুলিতে সাতটা বিশ্বকাপ কাভার অভিজ্ঞতা রয়েছে। আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আমি বিস্মিত ও হতভম্ব যে, বাংলাদেশ বিশ্বকাপ ভারতে গিয়ে খেলতে চায় না, শ্রীলঙ্কায় খেলতে চায়। তাই বলে, বাংলাদেশের রিপোর্টাররা কেন এক্রিডিটেশন কার্ড পাবে না? তাদের ম্যাচ পেতে সমস্যা হবে?’

তিনি আরও বলেন ‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও, এখানকার সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার অধিকার আছে। সেটা ন্যায্য অধিকার। বিশ্বকাপ টিটোয়েন্টি টুর্নামেন্ট তো এবার শুধু ভারত না, শ্রীলঙ্কায়ও হচ্ছে। বাংলাদেশের রিপোর্টাররা ভারতে গিয়ে না করলেও শ্রীলঙ্কায় গিয়েও তো খেলা কাভার করতে পারতেন। কাজেই আইসিসির এমন ন্যাক্কারজনক আচরণ আমি একজন সিনিয়র মোস্ট জার্নালিস্ট হিসেবে ধিক্কার জানাই।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More