পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে উপ–নির্বাচনের চেয়ারম্যান পদে ও রাঙ্গাবালী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮ টায় ইভিএম এর মাধ্যমে শুরু হয় এ ভোটগ্রহণ। একটানা চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় কাকড়াবুনিয়ার ৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ১০ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য রয়েছে।
এছাড়া মাঠে মোতায়েন রয়েছে ১ টি র্যাবের টিম ও ১ প্লাটুন বিজিবি। নির্বাচনে ১৫ হাজার ৫শ‘ ২৯ জন ভোটারের বিপরীতে ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এদিকে রাঙ্গাবালী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ৪ হাজার ৩ শ‘ ভোটারের বিপরীতে ২ জন ইউপি সদস্য প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী কাকড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পদটি শূন্য হয়। আর গত বছরের ১৮ অক্টোবর রাঙ্গাবালী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মশিউর রহমান শিমুল জেলা সদস্য নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।
মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ