০
পটুয়াখালীতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ৫৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ৬ মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৬৫ জন। এর মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৫০০ জন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৫ জন রোগী। ডেঙ্গু ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে মশা নিধনে জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনরা।
শায়লা/ দীপ্ত নিউজ