সোমবার, নভেম্বর ১০, ২০২৫
সোমবার, নভেম্বর ১০, ২০২৫

উত্তাল সাগর, উপকূলে উঠে গেল চারটি জাহাজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া ও সাগরের উত্তাল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে উঠে গেছে চারটি নৌযান।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে চট্টগ্রাম জেলার পতেঙ্গা ও আনোয়ারা উপকূলে এসব নৌযান আটকে যায়।

চট্টগ্রাম বন্দর জলসীমার আওতাধীন আনোয়ারা উপকূলে দুটি নৌযান আটকা পড়েছে। নৌযান দুটি হলো মারমেইড৩ ও নাভিমার৩। এর মধ্যে মারমেইড৩ হলো বার্জ, নাভিমার৩ টাগবোটের সাহায্যে এটি আনানেওয়া করা হয়।

এছাড়া, গতকাল রাতে একইভাবে পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া এলাকায় দুটি লাইটার জাহাজ আটকা পড়েছে। জাহাজ দুটি হলো এমভি আলহেরেম ও বিএলপিজি সুফিয়া।

আনোয়ারা অধিবাসী ও ব্যাংক কর্মকর্তা আজাদ মঈনুদ্দীন জানান, বৃষ্টির মধ্যে জাহাজ আটকে যাওয়ার খবর দেখে দেখতে এসেছি। এই উপকূলে আগেও এমন ঘটনা ঘটেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More