ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাঁত শিল্প কারিগররা। ব্যবসায়ীরা বলছেন, রং–সুতাসহ বিভিন্ন কাঁচামালের দাম বাড়ায়, উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পেয়েছে।
সিরাজগঞ্জের সাত উপজেলায় এক লাখের বেশি ইঞ্জিন ও হাতে চালিত তাঁত রয়েছে। পয়লা বৈশাখ ও ঈদুল ফিতর সামনে রেখে এসব তাঁত চলছে দিনরাত।
জামদানি, কাতান, বেনারসি শাড়ির পাশাপাশি, তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের লুঙ্গি। পুরুষের পাশাপাশি কাজ করছেন নারী শ্রমিকরাও।
তাঁত মালিকরা বলছেন– শ্রমিকের মজুরি ও কাঁচামালের দাম বৃদ্ধি এবং বিদ্যুৎ সমস্যাসহ, নানা কারণে দিন দিন সংকটে পড়ছে এই শিল্প।
সভাপতি, সিরাজগঞ্জ হ্যান্ডলুম এবং পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন মো: বদিউজ্জামান মন্ডল বলেন, তাঁত শীল্পকে বাঁচানোর জন্য যদি ইতোমধ্যে সরকার তাঁত ব্যাংক চালু না করে, সল্প সুদে লোন তাঁতীদের না দেয় তাহরে দেখা যাবে যে এই তাঁত শিল্প একদিন বন্ধ হয়ে যাবে।
ঐতিহ্যবাহী এই তাঁতশিল্প টিকিয়ে রাখতে, সরকারের জোরালো ভূমিকা চান সংশিষ্টরা।
যূথী/দীপ্ত সংবাদ