বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫

ঈদে রেমিট্যান্সে সুবাতাস, ১৯ দিনে এলো ২৭ হাজার ৪৭৪ কোটি টাকা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রেমিট্যান্স প্রবাহে মার্চ মাসে নতুন রেকর্ড হতে যাচ্ছে। চলতি মাসের ১৯ দিনে মোট ২২৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশী মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। এ সময়ে প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৫ লাখ ২৬ হাজার ৩১৫ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা বাংলাদেশি টাকায় প্রায় হাজার ১ হাজার ৪৪৬ কোটি ২১ লাখ ৪৩০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেড়ে যায় রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি।

চলতি ২০২৪২৫ অর্থবছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ (প্রায় ২৬৪ কোটি ডলার) রেমিট্যান্স এসেছে।

আর দ্বিতীয় সর্বেচ্চ রেমিট্যান্স এসেছিল গত ফেব্রুয়ারি মাসে। তখন প্রায় ২৫৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসী কর্মীরা।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশ থেকে অর্থপাচার কমেছে। একই সঙ্গে কমেছে হুন্ডি কারবারির দৌরাত্ম্যও। অন্যদিকে, খোলা বাজারের মতোই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। তাছাড়া আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

ইএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More