ঈদযাত্রার চতুর্থ দিনে কমলাপুর রেলস্টেশনে এখনও যাত্রীদের অতিরিক্ত চাপ না থাকায় ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। নির্দিষ্ট সময়ে সব ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তিতে যাত্রীরা।
শনিবার (৬ এপ্রিল) সকালে রাজশাহীর আন্তঃনগর ট্রেন ধুমকেতু এক্সপ্রেস বিলম্বে যাত্রা করেছে। উত্তরবঙ্গগামী এই ট্রেনটি সকাল ছয়টায় ছাড়ার কথা থাকলেও ছেড়েছে নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পরে।
এছাড়া অন্যান্য সব ট্রেনই শিডিউল মেনেই কমলাপুর ছাড়ছে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। প্রতিটি ট্রেনই ছিলো বেশ ফাঁকা, ফলে স্বস্তি নিয়ে নাড়ির টানে ছুটছেন যাত্রীরা।
অনলাইনের দীর্ঘ টিকিট যুদ্ধের পর ঘরমুখো ট্রেনে উঠতে পারা যাত্রীদের চোখে মুখে যেন উচ্ছাস, ট্রেনে বসেই যেন ঈদের ছুটি শুরু হয়ে গেছে তাদের।
লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেনের এক যাত্রী বলেন, আগে ঘণ্টার পর ঘণ্টা আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতাম। অনেক বছর পর দেখলাম ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি না।
এবার রাজধানীর কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ভাগ করে ছাড়া হচ্ছে ট্রেন ফলে কমলাপুরে চাপ কিছুটা কম।
উল্লেখ্য, যাত্রার চতুর্থদিন ৪২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে যুক্ত হয়েছে ৩টি ঈদ স্পেশাল ট্রেন।
প্রসঙ্গত, এছাড়া ঢাকা ফেরার টিকিট আজ শনিবার (৬ এপ্রিল) বিক্রি করছে রেলওয়ে। ১৬ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তারাই আজ টিকিট সংগ্রহ করবেন। অনলাইনে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টা থেকে ইস্যু করা হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।
এসএ/দীপ্ত সংবাদ