চট্টগ্রামে গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন পোশাক তৈরি করে দিতে যেন দম ফেলারও ফূরসত নেই কারিগরদের। পছন্দসই জামা বানাতে গ্রাহকরাও ভিড় করছেন দর্জিপাড়ায়। তৈরি পোশাকের চেয়ে মনের মত ফিটিংস ও সেলাই পেতে দর্জিপাড়ায় আসা বলে জানালেন পোশাক বানাতে আসা অনেকে।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাকের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত হয়ে পড়েছেন চট্টগ্রামবাসী। শহরজুড়ে এখন নতুন পোশাক বানানোর ধুম পড়েছে দর্জিপাড়ায়। চট্টগ্রামের দর্জির দোকানগুলোতে অনবরত যন্ত্রের শব্দই যেন জানান দিচ্ছে ঈদের আগমনী বার্তা।
রোজার শুরু হওয়ার সপ্তাহ আগে থেকেই কাজের চাপ শুরু হলেও এখন রাত–দিন এক করেই কাজ করছে দর্জিপাড়ার কারিগররা। গ্রাহকদের মাপ অনুযায়ী সালোয়ার, কামিজ, শার্ট, প্যান্ট ও বিভিন্ন বাহারি পোশাক তৈরিতে ব্যস্ত কারিগররা। তারা বলছেন ঈদে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মজুরির বিনিময়ে রাত–দিন পরিশ্রম করছেন তারা।
এদিকে ঈদের জন্য ম্যাচিং করে গজ কাপড় ও সেলাই ছাড়া বিদেশী দামি জামা, থ্রী পিচ কিনে দর্জির কাছ থেকে সেলাই করে নিতে দর্জিপাড়ায় ভিড় করছেন নারীরা। তারা বলছেন, মজুরী একটু বেশি হলেও তৈরি পোশাকের চেয়ে কাপড় কিনে মনের মত ফিটিংস ও সেলাই পেতে দর্জিপাড়ায় আসা তাদের।
ঈদের আমেজকে পরিপূর্ণ ভাবে উপভোগ করতে সকল শ্রেণীর মানুষেরই চায় নতুন পোশাক, আর সেই নতুন পোশাক হোক না অধিক দামি বা কমদামি। তবে রেডিমেড পোশাকের চেয়ে সেলাই করা কাপড়ের কদর ফ্যাশন সচেতন নারীদের কাছে অনেক বেশি এমনটাই মন্তব্য করছেন তারা।
আফ/দীপ্ত সংবাদ