বিশ্ব ফুটবলে সৌদি আরবের উত্থান চলছে। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সাদিও মানেদের মতো তারকাদের ভিড়িয়ে প্রো লিগ জমিয়ে তুলেছে সৌদি আরবের ক্লাবগুলো। ফুটবলের সৌদিমুখী এই জোয়ারের অংশ হয়েছেন রবার্ট বাউয়ারও।
সৌদি আরবের ফুটবল লিগে যোগ দিয়ে এবার ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলেন জার্মান ফুটবলার রবার্ট বাউয়ের। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের হ্যান্ডলে এক ঘোষণার মাধ্যমে এমনটি জানান এই ডিফেন্ডার।
বাউয়ের অফিসিয়াল অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় তিনি নামাজ পড়ছেন এবং জানান, স্ত্রী ও পরিবারের কারণে ইসলামে এসেছেন।
গত জুলাইয়ে বেলজিয়ান ক্লাব সিন্ট–ট্রুইডেন থেকে সৌদি প্রো লিগের দল আল–তাঈয়ে যোগ দেন এই রবার্ট বাউয়ার। ক্যারিয়ারের সিংহভাগই কাটান নিজ জন্মভূমির ভেরদার ব্রেমেন, এফসি নুরেনবার্গের মতো ঐতিহ্যবাহী ক্লাবে খেলা এই ফুটবলার মুসলিম অধ্যুষিত সৌদি আরবে এসেই ইসলাম গ্রহণ করেছেন।
ইনস্টাগ্রামের হ্যান্ডলে বাউয়ের লিখেছেন, সবাই আজ আমাকে বার্তা পাঠাচ্ছে। আমি আমার স্ত্রী ও পরিবারের সৌজন্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার যাত্রায় আমাকে সাহায্য করার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য আমি সকলের প্রকি কৃতজ্ঞ।
নামাজরত ছবির ওপর বাউয়ার লিখেছেন, ‘এটা আমি, আমার শ্বশুর নাসির এবং আমার পুত্র ঈসা।’ ধারণা করা হচ্ছে, মুসলিম কোনো নারীকে বিয়ে করেই ধর্মান্তরিত হয়েছিলেন বাউয়ার। মুসলমান হওয়ার পর জার্মান এই ফুটবলারের নতুন নাম কী রাখা হয়েছে, তা জানা যায়নি।
জাতীয় দলে সুযোগ না হলেও জার্মানির হয়ে অনূর্ধ্ব–২০ ও অলিম্পিকে খেলেছেন বাউয়ার। এই ফুটবলার ২০১৬ সালের রিও অলিম্পিকে জার্মান দলে জায়গা পেয়েছিলেন। সেবার নেইমারের ব্রাজিলের কাছে টাইব্রেকারে হেরে রৌপ্য জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল জার্মানদের।
এই ডিফেন্ডার ক্যারিয়ারের সিংহভাগই কাটান নিজ জন্মভূমির ভেরদার ব্রেমেন, এফসি নুরেনবার্গের মতো ঐতিহ্যবাহী দলগুলোর মতো ক্লাবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ