দক্ষিণ লেবাননের হাসবাইয়া শহরে একটি আবাসিক হোটেলে ইসরায়েলি সেনাবাহিনীর অতর্কিত হামলায় ৩ সাংবাদিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) লেবাননের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা নাগাদ ড্রোন বা বিমান হামলা চালায় ইসরায়েল। এতে দুইজন ক্যামেরাম্যান এবং একজন টেকনিশিয়ান নিহত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিহত সাংবাদিকরা গাজায় ইসরায়েল–হিজবুল্লাহ সংঘাতের খবর ও ভিডিও সংগ্রহ করছিলেন।
এদিকে, লেবাননের টিভি চ্যানেল আল জাদেদ হামলার পরের দৃশ্য প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে হামলার পর একটি ভবন বিধ্বস্ত হয়ে গেছে।
এসএ