ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষ।
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। স্লোগান স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন পয়েন্টে ফিলিস্তিনপন্থী স্লোগান দিতে দিতে আবারও শহীদ হাসান চত্বরে ফিরে আসে।
সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনগণের ওপর অন্যায়ভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ভূমিকা নিতে হবে।
মানববন্ধনে আরও বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন। বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে এই বর্বরতা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারীরা ইসরায়েলি পণ্যের বর্জনের ডাকও দেন।
জান্নাতুল/আল