ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখা ও ফেনী জেলা জাতীয় ইমাম সমিতি।
শুক্রবার(১৩ অক্টোবর) জুম্মার নামাজ শেষে জহিরিয়া মসজিদ থেকে ইসলামী আন্দোলনের মিছিল শুরু হয়ে ফেনী বড় মসজিদের সামনে গিয়ে সমাবেশও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। বিকেলে বাদ আসর জহিরিয়া মসজিদ থেকে ফেনী জেলা জাতীয় ইমাম সমিতির আয়োজনেও বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনে প্রতিবাদে শুক্রবার বাদ আসর বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেনীর জহিরিয়া মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী বড় জামে মসজিদের সামনে গিয়ে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অত্যন্ত দুঃখের বিষয় ৯২ ভাগ মুসলমানের দেশে এখন পর্যন্ত কোন প্রতিবাদ করা হয়নি। আমরা বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহর। আট দশক ধরে গাজা দখল করে দখলদাররা হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরাইলকে দিয়ে পশ্চিমারা পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোন সমাধান হবে না।
আবদুল্লাহ আল–মামুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ