জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ইলেকট্রিক বাইক তৈরি করছে কেনিয়ার এক প্রতিষ্ঠান। নির্মাতারা বলছেন, এই বাইক বায়ুদূষণ কমাতে সাহায্য করবে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে বিশ্বজুড়ে হুহু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এই পরিস্থিতিতে কেনিয়ায় তেলচালিত মোটরসাইকেলকে বিদ্যুৎচালিত বাইকে রূপান্তর করেছে, রোম ইলেকট্রিক বাস নামের একটি প্রতিষ্ঠান।
তেলের ট্যাঙ্কের জায়গায় ব্যাটারি বসিয়ে, সহজেই এই বাইক তৈরি করছেন প্রতিষ্ঠানটির গবেষকরা। দেশটির মাচাকোস কাউন্টিতে এই কারখানা গড়ে তোলা হয়েছে।
রোম ইলেকট্রিক বাস এর গবেষক নলেন ” মাত্র এক ডলার খরচ করে আপনি সারাদিন এই বাইকে ঘুরতে পারবেন। তেলচালিত মোটরসাইকেলের ক্ষেত্রে এটা অসম্ভব।” তিনি আরও জানান,তেলচালিত যানবাহনের কারণে বায়ু দূষণ বাড়ছে, তবে এই বাইক জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করবে।
নির্মাতাদের দাবি, পরিবেশ দূষণ কমাতেও সাহায্য করবে এই বাইক। ২টি ব্যাটারি ৪ ঘণ্টা চার্জ দিলে, ১৮০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে এই বাইক। আছে পোর্টেবল চার্জারের ব্যবস্থা।