বরিশালে গাঁজা বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে আটক করেছে জনতা। এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। অপরদিকে ৩৯৮ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে এক পুলিশ সদস্যকে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) আশরাফ হোসেন বলেন, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য নগরের পলাশপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গেলে জনতার হাতে আটক হয়। মোবাইল ফোনে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের হেফাজতে নেয়।
আটককৃতরা হলেন, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ক) সার্কেলের সাব–ইন্সপেক্টর ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য গাঁজাসহ আটক হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে বরিশাল নগরের রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৩৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
আটক মিজানুর (৪৪) ঝালকাঠি জেলার তারাপাশা গ্রামের তৈয়ব আলীর ছেলে। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে। জানা গেছে, রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরের রুপাতলী ভোজন বিলাস রেস্তোরাঁর সামনে আটক হন মিজানুর। ওই সময় তার দেহ তল্লাশি করে ৩৯৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন,তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মর্তুজা জুয়েল/পূর্ণিমা/দীপ্ত নিউজ