জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ‘ দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের এই দলের অধিনায়ক করা হয়েছে ডানহাতি ব্যাটসম্যান সাইফ হাসানকে।
সোমবার (১৯ জুন) ঘোষণা করা এই দলে রাখা হয়েছে সৌম্য সরকার ও নাইম শেখকে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন এই দুই বাঁহাতি ব্যাটসম্যান। নাইম শেখকে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে দলে রাখা হলেও, সৌম্য সরকারের জন্য বিশ্বকাপের আগে দলে ফেরার জন্য ইমার্জিং এশিয়া কাপ হতে পারে পারফর্ম করার সুযোগ।
দলে রয়েছেন শেখ মাহেদি, জাকির হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহমুদুল হাসান জয়ের মতো জাতীয় দলে খেলা অভিজ্ঞ ক্রিকেটাররা। এছাড়া ২০২০ সালে যুব বিশকাপ জেতা স্কোয়াডে থাকা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান সামলাবেন সহ–অধিনায়কের দায়িত্ব।
টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে মোট আট টি দল। ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও ওমান। ‘বি’ গ্রুপে আছে পাকিস্তান, ভারত, আরব আমিরাত ও নেপাল। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল আগামী ১২ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করবে।
বাংলাদেশ ‘এ’ দল: সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ–অধিনায়ক) পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী, নাঈম শেখ।
ইমাম/দীপ্ত নিউজ