১৭
পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে আরব আমিরাতকে ১৯২ রানের বিশাল লক্ষ্য দিল টাইগাররা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদশে। তানজিদ তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন পারভেজ হোসেন ইমন। একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্যপ্রান্তে ঠিকই ব্যাট হাতে ঝড় তোলেন পারভেজ।
২৮ বলে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। ৩টি বাউন্ডারি এবং ৫টি ছক্কা মেরে এই মাইলফলকে পৌঁছান। এরপর ৫৩তম বলে ৫টি বাউন্ডারি আর ৯টি ছক্কায় সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।
একদিকে উইকেট পড়লেও অন্যপ্রান্তে ধরে রাখেন পারভেজ।
আল