বিশিষ্ট ইনভেস্টমেন্ট ব্যাংকার প্রবাসী বাংলাদেশি কাজী শাহিদুল হাসান ফরিদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ডিসেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
কাজী শাহিদুল হাসান ১৯৪৬ সালের ১৭ জানুয়ারি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কাজী ফার্মস ও দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান ও প্রকৌশলী কাজী রেজাউল হাসানের ছোট ভাই।
১৯৬৬-৬৭ সালে তৎকালীন ঢাকায় সাড়া জাগানো সাহিত্য ম্যাগাজিন ” না” এর প্রকাশক ও নিয়মিত লেখক ছিলেন তিনি। কাজী শাহিদুল বুয়েট থেকে প্রকৌশল বিদ্যায় বিএসসি পাশ করেন। পরে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে এম এস ও এমবিএ ডিগ্রি লাভ করেন।
ওয়াল স্ট্রিটে ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করেছেন কাজী শাহিদুল হাসান। যুক্তরাষ্ট্রের নির্বাচনের একজন বিশ্লেষক ছিলেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় দীপ্ত টিভিতে নিয়মিত বিশ্লেষণ করতেন।
কাজী শাহিদুল হাসান মৃত্যুকালে এক সন্তান ও আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।