ইতিহাস গড়ল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশের যুবতীরা ক্রিকেটের মঞ্চে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের পার্থক্য যোজন যোজন দূরত্ব। যেখানে রীতিমতো আধিপত্য দেখিয়েই জয় আদায় করে নিয়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার দেওয়া ১৩১ রানের লক্ষ্য বাংলাদেশ টপকে গেছে পাক্কা দুই ওভার হাতে থাকতে। জয় তুলে নিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানের। ২০০৫ সালে কার্ডিফে আফতাবের ছয়ের মতো এদিনও প্রায় একই সময়ে ছয় হাঁকিয়েছে বাংলাদেশের স্বর্ণা।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারের সময় স্বর্ণা অস্ট্রেলিয়ান পেসার রাইস ম্যাকেনেকে কাউ কর্ণারের উপর দিয়ে উড়িয়ে বিশাল এক ছয় মারেন। যে ছয় দেখে কমেন্ট্রিতে থাকা ধারাভাষ্যকার বলতে বাধ্য হন, ‘ওহ অসাধারণ, এটা উড়ে গিয়ে স্ট্যান্ডে পড়েছে। এই শট যেকোনো ফরম্যাটের ক্রিকেট, যেকোনো পর্যায়ে নিশ্চিত ছয়। কী দুর্দান্ত পাওয়ার হিট করেছে! ম্যাসিভ ছয় আদায় করে নিয়েছে।’