শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

ইতিহাসের এই দিনে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আজ ২৯ মে; ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, বিখ্যাত ব্যক্তিদের জন্ম ও মৃত্যু তারিখ তুলে ধরা হলো

উল্লেখযোগ্য ঘটনা

১৩২৮: ফিলিপ৫ ফ্রান্সের রাজমুকুট গ্রহণ করেন।

১৪৫৩: কনস্টান্টিনোপল বিজয়

সুলতান দ্বিতীয় মুহাম্মদের নেতৃত্বে উসমানীয় সেনারা ৫৩ দিন অবরোধের পর বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপল জয় করে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাপ্তি ঘটে।

১৭২৭: দ্বিতীয় পিটার রাশিয়ার জার হন।

১৮০৭: মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত।

১৮৭৪: সুইজারল্যান্ডে সংবিধান কার্যকর হয়।

১৯০৩: সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বেনোভিচ সস্ত্রীক নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত হন।

১৯৩৪: কিউবার অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বাতিল হয়।

১৯৩৫: হেগ জাদুঘর উদ্বোধন করা হয়।

১৯৪৮: আরবইসরায়েলি যুদ্ধের সময় জাতিসংঘের পরিচালিত প্রথম শান্তিরক্ষা মিশন শুরু হয়।

১৯৫৩: মাউন্ট এভারেস্ট জয়

তেনজিং নরগে এবং এডমন্ড হিলারী যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।

১৯৫৪: পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এ.কে. ফজলুল হকের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল ঘোষণা করে।

১৯৬৩: ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ২২ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৯০: কর্ণফুলি সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।

১৯৯১: ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা।

১৯৯৬: বেনজামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

জন্ম

১৬৩০: দ্বিতীয় চার্লস, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের রাজা।

১৮৬৫: রামানন্দ চট্টোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক ও প্রবাসীএবং মডার্ন রিভিউএর সম্পাদক।

১৯১৭: জন এফ. কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি।

১৯২৯: পিটার হিগস, ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটাস অধ্যাপক।

১৯৫২: হুমায়ুন ফরিদী, বাংলাদেশী অভিনেতা।

মৃত্যু

১৪৫৩: উলুবাতলি হাসান, অটোমান সুলতান দ্বিতীয় মুহাম্মদের অধীনস্থ একজন তিমারলি সিপাহি।

১৯৪২: জন ব্যারিমোর, আমেরিকান অভিনেতা।

১৯৭১: পৃথ্বীরাজ কাপুর, ভারতের থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা ও ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠাতা।

১৯৮১: সন ছিং লিন, চীনের মহান বিপ্লবী পথিকৃৎ ড. সান ইয়াত সেনের বিধবা।

২০১৭: মানুয়েল নরিয়েগা, পানামার সাবেক রাজনীতিবিদ ও সৈনিক।

এমবি/ আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More