টঙ্গীর বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনেও ৭২ জোড়া বর–কনের যৌতুক বিহীন বিয়ে হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর যৌতুকবিহীন এ বিয়ে সম্পন্ন হয়। ভারতের তাবলীগ মুরুব্বী মাওলানা জুবায়েরুল হাসান এই বিয়ের কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বর–কনের অভিভাবকরা।
এদিন সকাল থেকে টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। লাখ লাখ মানুষের পদভারে মুখরিত হয় টঙ্গীর তুরাগ তীর। রবিবার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে।
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, আসরের নামাজের শেষে ভারতের মাওলানা জোবায়রুল হাসান এই বিয়ে পড়ান। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ।
বিশ্ব ইজতেমার আজ দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় আম বয়ানের মধ্য দিয়ে৷ ফজরের নামাজের পরে হিন্দিতে আম বয়ান করেন তাবলীগ জামাত, ভারতের শীর্ষ মুরুব্বি মাওলানা আব্দুর রহমান৷ আর বাংলায় তরজমা করে দিচ্ছেন মাওলানা আব্দুল মতিন৷
আল / দীপ্ত সংবাদ