আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতার জন্য মরিয়া হয়ে মাঠে নামলে বড় ধরনের সংঘাত–সহিংসতা সৃষ্টি হতে পারে, এমন সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পেশাজীবী সমাজের সভায় এ সংশয় প্রকাশ করেন তিনি।
জি এম কাদের অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্র ও সরকারকে এক করে ফেলেছে। তারা রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করছে। বড় দুই দল দলীয়করণের মাধ্যমে পেশাজীবীদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। শুধুমাত্র দলীয়করণের ফলে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।
জাপা চেয়ারম্যান বলেন, দেশে এখন কোনো গণতন্ত্র নেই, আগামীতে কোনো পত্রিকা বা নিউজ চ্যানেলও থাকবে না। একদলীয় শাসন কায়েম করতে সরকার যা ইচ্ছে তাই করবে।
এসএ/দীপ্ত নিউজ