২
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম ফ্লাইটটি দামেস্ক বিমানবন্দর থেকে দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পোর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
বুধবার দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা এ কথা জানিয়েছেন। বিমানটিতে সাংবাদিকসহ ৪৩ আরোহী ছিলেন।
বিদ্রোহীদের প্রবল আক্রমণের মুখে আসাদ সিরিয়া থেকে পালিয়ে যান। বিদ্রোহীরা আসাদ বাহিনীর কাছ থেকে একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। উদ্ভুত পরিস্থিতিতে ৮ ডিসেম্বর আসাদের সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্ক বিমানবন্দর ছেড়ে পালিয়ে যায়।